বিজনেসটুডে২৪ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যা মামলার গণশুনানি শুরু হচ্ছে। সোমবার থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি।
হেগের স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে শুনানি শুরু হবে। শুনানির দুটি পক্ষ হল গাম্বিয়া ও মিয়ানমার। নতুন প্রেক্ষাপটে মিয়ানমারের জান্তার প্রতিনিধিরা নতুন রাউন্ডের শুনানিতে অংশ নেবেন। রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে দেশটির গণহত্যার অভিযোগ শোনার জন্য আন্তর্জাতিক বিচারিক আদালতে তারা চ্যালেঞ্জ জানাবে বলে জানা গেছে।
২০১৯ সালে সু চি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচারিক আদালতে একটি আইনি দলকে নেতৃত্ব দেন। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করে। মিয়ানমার গণহত্যা, ধর্ষণ এবং সম্প্রদায় ধ্বংসের মাধ্যমে “রোহিঙ্গাদের একটি দল হিসাবে ধ্বংস করার উদ্দেশ্যে” “গণহত্যামূলক কাজ” করেছে বলে অভিযোগ করেছে মামলায়।
গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ২০১৯ সালের ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ বা দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে অন্তত ১১ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারে সামরিক দমন-পীড়নের ফলে ২০১৭ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা প্রবেশ করে।