Home আকাশ পথ যুক্তরাষ্ট্রের স্কটসডেলে দুই বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের স্কটসডেলে দুই বিমানের সংঘর্ষ

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫ এ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ সময়ে অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমান বন্দরের গাল্ফস্ট্রিম ২০০ বিজনেস জেটকে ধাক্কা দেয়।
 যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫এ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। এসময় অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরের র‌্যাম্পে গালফস্ট্রিম ২০০ বিজনেস জেটকে ধাক্কা দেয় এটি।’