Home Second Lead স্টীলমিল বাজার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ

স্টীলমিল বাজার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ

দু’টি রিট পিটিশন খারিজ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলছে স্টিল মিল বাজারে।

নির্বাহি ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় চলছে অভিযান। বিকেলের মধ্যে অভিযান সম্পন্ন হবে বলে কর্ণফুলী ইপিজেড সূত্রে জানা গেছে।

স্টীলমিল বাজার নিয়ে ২০১৯ সালে দুটি রিট পিটিশন দায়ের করে দখলদাররা। তা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। প্রায় ১.৬৮ একর জায়গা ছাড়তে হচ্ছে একযুগেরও বেশি সময়ের অবৈধ দখলদারদের।

কর্ণফুলী ইপিজেড-এর মহাব্যবস্থাপক এনামুল হক বিজনেসটুডে২৪ডটকম কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৯ সালে ব্যবসায়ীরা ২ টি রিট পিটিশন(৪৩১৭/২০২১ ও ৪৭২৯/২০২১) করে। ওই রিটের বিপরীতে বেপজা কর্তৃপক্ষের থেকে লিভ টু আপিল(১২৩৩/২০২১ ও ১৩৬৩/২০২১) করা হয়। ৩ জুন ও ১৩ জুন রিট পিটিশন ২ টি খারিজ করা হয়। সোমবার থেকেই পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেদের সহায়তা আমরা উচ্ছেদ অভিযান করছি। আশা করছি আজকের মধ্যে উচ্ছেদ অভিযান সম্পন্ন হবে।