Home Second Lead স্বর্ণের ভরি ৭০ হাজার টাকা

স্বর্ণের ভরি ৭০ হাজার টাকা

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনা মহামারীর মধ্যেও বাড়ছে স্বর্ণের দাম। মঙ্গলবার থেকে ভরি প্রায় ৭০ হাজার টাকা। দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতিভরিতে বৃদ্ধির পরিমাণ ৫,৭১৫ টাকা।

সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) মঙ্গলবার থেকে বিক্রি হবে ৬৯ হাজার ৮৬৭ টাকা দরে। সোমবারও তা ছিল  ৬৪ হাজার ১৫২ টাকা।  ভরিতে বাড়ছে ৫ হাজার ৭১৫ টাকা। একবারে এত বেশি টাকা বাড়ার রেকর্ডও এটাই প্রথম।

২১ ক্যারেটের স্বর্ণ ভরি বিক্রি হবে ৬৬ হাজার ৭১৮ টাকা দরে। এতদিন বিক্রিমূল্য ছিল ৬১ হাজার ৮১৯ টাকা। অবশ্য ১৮ ক্যারেটে ভরিপ্রতি দাম বেড়েছে তুলনামূলক কম বেড়েছে। ভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে মাত্র এক হাজার ১১৬ টাকা।

মঙ্গলবার থেকে এ মানের স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ৯৭০ টাকা। সোমবার পর্যন্ত  ছিল ৫৬ হাজার ৮০৩ টাকা প্রতিভরি ।

সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৭ হাজার ৫৮৯ টাকায়। ভরিতে এ মানের স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৮ টাকা বাড়ছে। আগে দাম ছিল ৪৪ হাজার ৩১ টাকা।

রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য ৯৩৩ টাকা।

তথ্যাভিজ্ঞরা মনে করছেন যে বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতিতে বিনিয়োগকারিরা ঝুঁকে পড়েছেন স্বর্ণের দিকে। তাই বেড়েছে দাম। বর্তমানে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব, শেয়ারবাজারও নিম্নমুখী। তাই বিনিয়োগকারিরা নিরাপদ মনে করছেন স্বর্ণকে।