Home Second Lead হজকর্মী নিয়োগ দেবে ৩৪ ব্যাংক

হজকর্মী নিয়োগ দেবে ৩৪ ব্যাংক

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি:

ঢাকা: হজযাত্রীদের সেবায় কর্মী নিয়োগে এগিয়ে এল বাংলাদেশের ৩৪টি ব্যাংক।

 আগামী হজের সময় ব্যাংকসমূহের  সাড়ে তিন শ’ কর্মী সৌদি আরবের মিনা, আরাফাহ ও মুজদালিফায় হাজিদের সেবায় নিয়োজিত হবেন। ব্যাংকগুলো বাংলাদেশে হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত।

প্রতিবছর মূল হজের সময় বিশেষত মিনা, আরাফাহ ও মুজদালিফায় হাজিদের সেবায় বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা হাজার হাজার কর্মী নিয়োগ করে দৈনিক মজুরি ভিত্তিতে। কিন্তু বাংলাদেশ থেকে কেবল সরকারি উদ্যোগে ৪০০ হজকর্মী নিয়োগ দেয়া হয়। লক্ষাধিক হাজির বিপরীতে এই সংখ্যা একেবারে কম। হজের মূল আনুষ্ঠানিকতার সময় বাংলাদেশের বহু হাজি ঐসব জায়গায় পথহারা হয়ে দুর্ভোগে পড়েন প্রতি বছর।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হজ কার্যক্রমে জড়িত ব্যাংকসমূহের প্রতি আহ্বান জানানো হয়েছিল কর্মী নিয়োগের ব্যাপারে। স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে তাদের কাছে থেকে। প্রত্যেক ব্যাংক অন্ততঃ ১০ জন করে হজকর্মী নিয়োগ করবে দৈনিক মজুরিতে। এসব হজকর্মীর পোশাকে ব্যাংকের নামযুক্ত মনোগ্রাম থাকবে। আশা করা হচ্ছে, মূল হজের সময় বাংলাদেশের হাজিরা অধিকতর সেবা পাবেন।

বাংলাদেশ থেকে চলতি ১৪৪১ হিজরি মওসুমে সরকারি ব্যবস্থাপনায় ১৭,১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার লোক হজব্রত পালনে যাবেন বলে আশা করা হচ্ছে।