Home সারাদেশ হবিগঞ্জে সুমন হত্যাকাণ্ডের সরেজমিন তদন্তে গেলেন পুলিশ সুপার

হবিগঞ্জে সুমন হত্যাকাণ্ডের সরেজমিন তদন্তে গেলেন পুলিশ সুপার

সরেজমিন তদন্তে হাঁটুভাঙ্গার গভীর জঙ্গলে হবিগঞ্জের পুলিশ সুপার

মাসুদ লস্কর: হবিগঞ্জ: বাহুবলের চাঞ্চল্যকর সুমন মুন্ডা হ্ত্যাকাণ্ডের সরেজমিন তদন্তে গেলেন স্বয়ং জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

তিনি সেখানে হাঁটুভাঙ্গার জঙ্গলে যেখানে লাশ পড়েছিল সে স্থানটি পরিদর্শন করেন।পরে তিনি কথা বলেন ভিকটিমের আত্মীয়-স্বজন এবং এলাকার লোকজনদের সাথে। সুমন মুন্ডার সাথে কারও কোন বিরোধ এবং অন্য কোন সমস্যা ছিল কি না সে সম্পর্কে খোঁজ নেন। পুলিশ সুপার সুমন মুন্ডার আত্মীয়স্বজনদের আশ্বস্ত করেন যে মামলাটির সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সুমন মুন্ডার আত্মীয়ার সাথে কথা বলছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি

সুমন মুন্ডা (১৮)মধুপুর চা বাগানের ভীমসি সাকিনের মৃত পরিমল মুন্ডার ছেলে। গত ৩০ ডিসেম্বর তিনি নিখোঁজ হন। ১৫ জানুয়ারি মধুপুর বন বিটের হাঁটুভাঙ্গার গভীর জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।