Home সারাদেশ হাতিয়ায় ৭ জলদস্যু আটক

হাতিয়ায় ৭ জলদস্যু আটক

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নোয়াখালী: হাতিয়া উপজেলার জাগলার চর থেকে অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদল  ‘দিদার বাহিনী’র  প্রধান দিদারসহ সাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।

শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটক জলদস্যুরা হলেন- নোয়াখালীর সদর উপজেলার উত্তর আন্ডারচর (বাংলা বাজার) গ্রামের মৃত শফি উল্লাহর ছেলে মাইন উদ্দিন (৩৮) ও বেলাল নগর গ্রামের আবুল মালেকের ছেলে মাসুদ হোসেন (২১), বেগমগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের আবুল গোফরানের ছেলে  আকবর (২২), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টুমচর গ্রামের  হরি কুমারের ছেলে হরিকমল (৩৫) ও চর আফজাল গ্রামের আবুল কালামের ছেলে দিদার (২৪), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার শামসুল হকের ছেলে সাদ্দাম হোসেন (২৩) ও খুলনার মোড়লগঞ্জ উপজেলার হোগলপতি গ্রামের নজরুলের ছেলে বাবু(২১)। কোস্টগার্ড এ সময় দস্যুদের দখলে থাকা দুইটি পাইপগান, এক রাউন্ড তাজা গুলি ও চারটি রামদা উদ্ধার করে।

কোস্টগার্ড জানায়, ‘দিদার বাহিনী’ ইতিপূর্বে হাতিয়ার বাংলাবাজার এলাকার দুই জেলেকে অপহরণের পর তাদের থেকে মুক্তিপণ আদায় করে। কোস্টগার্ড আটক জলদস্যুদের কাছ থেকে ওই মুক্তিপণের টাকা ও মোবাইল ফোন সেট উদ্ধার করে জেলেদের ফিরিয়ে দেয়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া জানান, আটক সাত জলদস্যুকে শনিবার রাতে হাতিয়া থানায় সোপর্দ করে কোস্টগার্ড তাদের বিরুদ্ধে  মামলা করেছে।