বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নারায়নগঞ্জ: রূপগঞ্জে হাসেম ফুডস-এর অগ্নিদগ্ধ কারখানায় শনিবার সকাল থেকে আবার তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভস কর্মীরা। তারা কারখানার ৬ তলার আগুন নেভার পর সেখানে লাশের খোঁজে তল্লাশি শুরু করেছেন।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফায়ার সার্ভস কর্মীরা আর কোন লাশ পায়নি। সেখানে এখন ফায়ার সার্ভসের ১০জন কর্মী ধ্বংসস্তুপ সরিয়ে মরদেহ খোঁজ করছেন। উদ্ধারকাজে অংশ নেয়া ফায়ার সার্ভিস কর্মীরা সাংবাদিকদের জানান, ভবনের আগুন সম্পূর্ন নেভানো হয়ে গেলেও এখনও ভবনের বিভিন্ন জায়গার ধ্বংসস্তূপ থেকে আগুনের শিখা জ্বলে। এরপরও ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংস্তুপ সরিয়ে আর কোন মরদেহ সেখানে আছে কিনা তা খুজে দেখছে।
ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক দিন মনি শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, ভবনের ৬ তলার আগুন নেভানো হয়েছে। তবে ওই ফ্লোরের বিভিন্ন স্থানে ডাম্পিং হচ্ছে। তারা ডাম্পিংয়ের আগুন নেভানোর পাশাপাশি আরও লাশ রয়েছে কি না, সেই তল্লাশি চালাচ্ছে। বিক্ষিপ্তভাবে ডাম্পিংয়ের ভেতর থেকে আগুন বের হচ্ছে।