Home বিনোদন বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী হিনা

বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী হিনা

হিনা খান এবং রকি জসওয়াল। ছবি: ইনস্টাগ্রাম।

বিজনেসটুডে২৪  ডেস্ক:

স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বলিউড অভিনেত্রী হিনা খান। প্রথম থেকেই নিজের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। জানিয়েছেন, কীভাবে ধীরে ধীরে সুস্থ হওয়ার জন্য লড়াই করছেন তিনি।

ক্যানসার এমন একটি দুরারোগ্য রোগ, যা মানুষকে শারীরিকভাবে তো বটেই মানসিকভাবেও ক্ষতবিক্ষত করে দেয়। কিন্তু স্তন ক্যানসারের তৃতীয় স্তরে পৌঁছেও মনের জোর বিন্দুমাত্র কমেনি হিনা খানের। কঠিন সময় কীভাবে হাসিমুখে পার করে দিতে হয়, তা বুঝিয়েছেন তিনি।

সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন হিনা। সেখানে এমন কায়দায় তাঁদের আপ্যায়ন করা হয়, যেন তিনি বরযাত্রী নিয়ে ঢুকছেন। এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এই ভাবে হাত হাত রেখে এই অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাঁদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন অনুরাগীরা

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তার পর থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা।