Home Uncategorized হোন্ডা মোটরস-এ উৎপাদন বন্ধ

হোন্ডা মোটরস-এ উৎপাদন বন্ধ


বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতে নভেল করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা বাড়ার পর গেল শুক্রবার থেকে উৎপাদন স্থগিত করেছে হোন্ডা মোটরস। 
যেহেতু দেশটিতে সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে, তাই আপাতত সেখানে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাপানের এ গাড়ি নির্মাতা কোম্পানিটি।
আপাতত ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য রাজস্থানে হোন্ডা মোটরসের কারখানাটির রক্ষণাবেক্ষণের কাজ চলবে এবং ১৮ মে পর্যন্ত এর উৎপাদন বন্ধ থাকবে। 
ভাইরাসের সংক্রমণ কমাতে এরই মধ্যে ভারতে যতগুলো মোটরসাইকেল তৈরির কারখানা আছে সবগুলোর উৎপাদন ১ মে থেকে বন্ধ রয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব অভারতীয়রা এসব কারখানায় কাজ করতেন, তারা শুক্রবারের মধ্যেই নিজ দেশে ফিরে গেছেন।
হোন্ডার রাজস্থানের কারখানায় প্রতি বছর ১ লাখ ৮০ হাজারের বেশি গাড়ি নির্মাণ হয়। গত ডিসেম্বরে ভারতে গাড়ি তৈরি কার্যক্রম কিছুটা সংকুচিত করে হোন্ডা। সে সময় উত্তর প্রদেশের কারখানা বন্ধ করে দেয়া হয়।