বিজনেসটুডে২৪ প্রতিনিধি
বরিশাল: কফিতে মরা মাছি পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশালের হোটেল গ্র্যান্ড পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করেছে।
বুধবার (৬ জুলাই) রাতে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ জুলাই হোটেল গ্র্যান্ড পার্কে এক কাপ কফি অর্ডার করে একজন ক্রেতা। অর্ডারকৃত কফি পান করার শেষের দিকে তিনি লক্ষ্য করেন কফির মধ্যে একটি মরা মাছি। মরা মাছিসহ কফি সরবরাহ করায় ওই ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগে করেন।
এ ঘটনায় বুধবার বিকেলে অভিযোগের শুনানী হলে হোটেল গ্র্যান্ড পার্ক কতৃপক্ষ সরবরাহকৃত কফিতে মরা মাছি থাকার বিষয়টি স্বীকার করে। এর ভিত্তিতে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে হোটেল গ্র্যান্ড পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষও লিখিতভাবে তাদের ভুল স্বীকার করেছে।