Home গাড়িবাজার ফুয়েল ট্যাংকে ত্রুটি: হোন্ডার ২৫ লক্ষাধিক গাড়ি রিকল

ফুয়েল ট্যাংকে ত্রুটি: হোন্ডার ২৫ লক্ষাধিক গাড়ি রিকল

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ন্যাশনাল হাইওয়ে ট্রান্সপোর্টেশন সেফটি এডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটের বরাত দিয়ে এনবিসি নিউজ বৃহস্পতিবার জানিয়েছে, ফুয়েল পাম্পে ত্রুটি ধরা পড়ায় নিউইয়র্কে হোন্ডা একোর্ড, সিভিক এবং সিআরভি মডেলের ২৫ লক্ষাধিক গাড়ি রিকল করা হয়েছে। এছাড়াও হোন্ডা গাড়ির লাক্সারি ডিভিশনের এ্যাকুরা, এমডিএক্স ও আরডিএক্স এসইউভি এবং টিএলএক্স ও আইএলএক্স গাড়িও রিকল করা হয়েছে।

হোন্ডা মোটর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এইসব গাড়ির ফুয়েল ট্যাংক ফুয়েল পাম্প করতে ফেইল করতে পারে। ফুয়েল পাম্প যদি না করা হয়, তাহলে মাঝপথে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য গাড়ি দুর্ঘটনায় পড়তে পারে।

হোন্ডা মোটর বলছে, হোন্ডা ডিলারের কাছে গেলে বিনামূল্যে তারা ফুয়েল পাম্প পাল্টে দেবে। এর জন্য হোন্ডার মালিকদের কাছে ৫ ফেব্রুয়ারি থেকে কোম্পানি থেকে চিঠি পাঠানো হবে।

এনবিসি জানাচ্ছে, এছাড়া গত সপ্তাহে ইলেকট্রিকেল সমস্যার জন্য ১০৬,০০০ সিআরভি-হাইব্রিড গাড়ি রিকল করা হয়েছে।