Home Second Lead হ্যাপি প্রপোজ ডে!

হ্যাপি প্রপোজ ডে!

ছবি: সংগৃহীত


বিজনেসটুডে২৪ ডেস্ক
সোমবার (৮ ফেব্রুয়ারি), ভালবাসা দিবস সপ্তাহের দ্বিতীয় দিন। আজকের দিনটিকে “প্রপোজ ডে” হিসেবে ধরা হয়! এই দিনে গোলাপ, চকলেট কিংবা একটি গ্রিটিং কার্ডে জানাতেই পারেন আপনার প্রেমের প্রস্তাবটি অথবা বিয়ের প্রস্তাবও।
প্রেম নিবেদনের জন্য একটি বিশেষ দিন প্রেমের মহিমাকে আরও কিছুটা বৃদ্ধি করে। তাই গোটা বিশ্ব জুড়ে পালিত হয় প্রেম নিবেদনের এ দিবস। এদিনে বিতর্ক ভুলে মনের কথাটি বলেই ফেলুন মনের মানুষটিকে। কে জানে তিনি হয়তো আপনার প্রস্তাবের অপেক্ষাতেই বসে রয়েছেন। আর যখন আপনার হাতের মুঠোয় রয়েছে এমন একটি দিন! তাই বসন্তে যখন গোটা প্রকৃতি ভেসে যাচ্ছে ভালবাসার রঙে তখন আপনিও ভেসে যান প্রকৃতির সঙ্গে। আপনার দিনটি পরিপূর্ণ হোক প্রেমে।
প্রিয় মানুষটিকে প্রপোজ করার  বিশেষ কিছু কৌশল আছে । সেগুলো হলো:
স্মৃতিচারণের মাঝে প্রপোজ:
আপনার এবং আপনার সঙ্গীর স্মৃতিগুলির একটি সংগ্রহ তৈরি করুন। তা হতে পারে কোন ছবি বা অন্য যেকোন স্মৃতি। এরপর তা সুন্দরভাবে একটি বাক্সের ভিতরে রাখুন। প্রতিটি ছবির পিছনে একটি নোট লিখুন । এবং সর্বশেষ নোট টিতে তাকে প্রপোজ করে ফেলুন।
 কবিতা লিখুন: ভালবাসার মানুষটি নিয়ে একটি কবিতা বা ছোট গল্প তৈরি করুন। আপনি যদি লেখক না হয়ে থাকেন চিন্তার কোন কারন নেই। একটি পুরানো বইয়ের ভেতরে গর্ত করুন, একটি চিকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভিতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এতে সে প্রচন্ড অবাক ও খুশী হয়ে উঠবে।
ভালবাসার গান গেয়ে প্রপোজ:
 ভালবাসা প্রকাশের অন্যতম সেরা উপায় একটি প্রেমের গান গাওয়ার মাধ্যমে। বিশেষ করে যদি আপনি নিজে লিখেছেন এমন একটি গান গেয়ে তাকে প্রপোজ করেন, সে খুশীতে আত্মহারা হয়ে যাবে।
 একটি অনলাইন প্রপোজ:
আপনারা যদি এমন এক দম্পতি হয়ে থাকেন যারা প্রযুক্তি পছন্দ করে কিংবা দুইজনে আলাদা আলাদা শহর বা দেশে বসবাস করছেন তবে এই পদ্ধতিতে প্রপোজ করতে পারেন। তাকে প্রস্তাব দেওয়ার জন্য একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করুন। এবং ওয়েবসাইটটির মাধ্যমে ভালবাসার বা বিয়ের প্রস্তাবটি দিয়ে ফেলুন।
এভাবেই মনের কথাটি নানা ভাবে প্রকাশ করে প্রপোজ করে ফেলতে পারেন আপনার প্রিয় মানুষটিকে। তবে এমন কিছুই করবেন না যাতে করে করে সে বিব্রতবোধ করে। হ্যাপি প্রপোজ ডে!