বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করেছে বাংলাদেশ। ৬ নতুন মুখ নিয়ে খর্ব শক্তির দলটি বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে দেখাতে পারেনি কোনও প্রতিরোধ।
অথচ কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজকে ভালো স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন রোভম্যান পাওয়েল ও কাইল মেয়ার্স। পাল্টা প্রতিরোধ গড়ে ৫৯ রানও তুলে ফেলেছিল এই জুটি। ক্যারিবীয়দের এই প্রতিরোধ ভেঙেছেন মূলত অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। পাওয়েলকে গ্লাভসবন্দি করিয়েছেন মুশফিকের। অভিষেকের দিনেই সুবাস ছড়িয়েছেন তিনি। ২৮ রানে নিয়েছেন তিন উইকেট। অপর দিকে নিষেধাজ্ঞার শাস্তি শেষে ফেরা সাকিব মাত্র ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।বাংলাদেশের হয়ে আরও দুটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
ম্যাচের শুরু থেকেই ক্যারিবীয়দের ওপর চাপ সৃষ্টি করে খেলেছে বাংলাদেশ। টস জিতে বল করতে নেমে দ্বিতীয় ওভারে সাফল্য তুলে নেন মোস্তাফিজ। তার দ্বিতীয় বলে লেগবিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার সুনিল আম্ব্রিস। রুবেলের প্রথম ওভারের শেষ বলে দিনের প্রথম ছয়টি মেরেছিলেন আম্ব্রিসই। কিন্তু দ্বিতীয় ওভারে আর সুবিধা করতে পারলেন না। মোস্তাফিজের ফুলার লেংথের বল ফ্লিক করতে গিয়ে পরাস্ত হন। শুরুতে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু রিভিউতে তার আবেদন টেকেনি। বিদায় নেন ৭ রান করে।
দ্রুত দুই উইকেট পড়ে যাওয়া সেই ধাক্কা সামলানোর চেষ্টায় ছিলেন অধিনায়ক জেসন মোহাম্মদ ও আন্দ্রে ম্যাকার্থি। জুটিও গড়ার চেষ্টা করছিলেন দুজন। পোক্ত হয়ে ওঠার আগেই এই জুটি ভেঙেছেন সাকিব আল হাসান। ১৩তম ওভারে সু্ইপ করতে গিয়ে একেবারে বোল্ড হয়ে বিদায় নেন ম্যাকার্থি। তিনি করেছেন ১২ রান। তার উইকেট তুলে নিয়েই ক্যারিবীয়দের আরও কোণঠাসা করে দেন সাকিব। দ্রততায় তুলে নেন আরও দুই উইকেট। ১৭তম ওভারে স্টাম্পড হয়ে বিদায় নেন অধিনায়ক জেসন মোহাম্মদ। তিনি ফিরেছেন ১৭ রানে। ১৯তম নতুন নামা এনক্রুমাহ বোনারকেও বিদায় দেন এলবিডাব্লিউতে।
এর পরই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ। সমান তালে স্কোরবোর্ডে রান জমা করতে থাকেন রোভম্যান পাওয়েল ও কাইল মেয়ার্স। বিপজ্জনক এই জুটিটাই ভেঙে দিয়েছেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। মুশফিকের গ্লাভসবন্দি করান পাওয়েলকে (২৮)। নতুন নামা রেইমন রেইফারও বিদায় নিয়েছেন তার খেলে। হয়েছেন এলবিডাব্লিউ।
বাংলাদেশ ওয়ানডে একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া দা সিলভা, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলঝেরি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভমেন পাওয়েল, রেইমন রেইফার।