Home আন্তর্জাতিক ১২ মার্কিন কোম্পানিতে চিনের পণ্য রপ্তানি নিষিদ্ধ

১২ মার্কিন কোম্পানিতে চিনের পণ্য রপ্তানি নিষিদ্ধ

বিজনেসটুডে২৪ ডেস্ক: চিনের বাণিজ্য মন্ত্রণালয় ১২ মার্কিন কোম্পানিকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকাভুক্ত করেছে। এসব কোম্পানির কাছে পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।

চীনের রপ্তানি নিয়ন্ত্রণ আইন এবং র দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ প্রবিধান’সহ প্রাসঙ্গিক আইন ও বিধিবিধানের অধীনে, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা এবং অস্ত্র বিস্তার রোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। রবিবার দুপুর ১২ টা থেকে তা কার্যকর। এসব কোম্পানির কাছে চলমান সংশ্লিষ্ট রপ্তানি কার্যক্রম অবিলম্বে বন্ধ হবে। বিশেষ পরিস্থিতিতে রপ্তানি প্রয়োজন হলে, রপ্তানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।

ওই ১২ কোম্পানি হলো:

১. আমেরিকান ফোটোনিক্স

২. নভোটেক, ইনকর্পোরেটেড

৩. ইকোডাইন

৪. মারভিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ইনকর্পোরেটেড

৫. এক্সোভেরা

৬. টেলেডিন ব্রাউন ইঞ্জিনিয়ারিং, ইনকর্পোরেটেড

৭. ব্রিঙ্ক ড্রোনস, ইনকর্পোরেটেড

৮. সিনেক্সাস, ইনকর্পোরেটেড

৯. ফায়ারস্টর্ম ল্যাবস, ইনকর্পোরেটেড

১০. ক্র্যাটোস আনম্যানড এরিয়াল সিস্টেমস, ইনকর্পোরেটেড

১১. ডোমো ট্যাকটিক্যাল কমিউনিকেশনস

১২. ইনসিটু, ইনকর্পোরেটেড

চিনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা এবং অস্ত্র বিস্তার রোধসহ আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য প্রাসঙ্গিক আইন ও বিধিবিধানের ভিত্তিতে  ১২টি মার্কিন কোম্পানিকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং তাদের কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। এসব কোম্পানি চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের জন্য ক্ষতিকর কার্যকলাপে জড়িত থাকতে পারে। কোনো রপ্তানিকারকই এই নিষেধাজ্ঞা লংঘন করতে পারবে না।