বিজনেসটুডে২৪ ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জের ১৩টি ব্রোকারজ হাউজকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ভবিষ্যতে এসব হাউজকে সিকিউরিটি আইন যথাযথভাকে মেনে চলার জন্য কঠোরভাবে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সিকিউরিটিজ আইনের নানা ধারা লংঘনের কারণে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। তবে প্রতিষ্ঠানগুলো আইনের কোন ধারা লংঘন করেছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
যেসব ব্রোকারেজ হাউজকে সতর্ক করা হয়েছে সেগুলো হলো- মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ডিএলআইসি সিকিউরিটিজ লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এএইচসি সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড,ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, তালহা সিকিউরিটিজ লিমিটেড, এবং গেটওয়ে ইক্যুইটি রিসোর্স লিমিটেড।