বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সিলেট: ১ ঘণ্টায় ৪ দফা ভূকম্পন অনুভূত হয়েছে সিলেটে।
শনিবার (২৯ মে) সকাল সকাল ১০ টা ৩২ মিনিট, ১০টা ৪৭, ১১টা ৩০ মিনিট ও ১১টা ৩৪ মিনিটে কেঁপে ওঠে সিলেট। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সিলেটে ১ ঘন্টার ব্যবধানে পর পর চারবার ভূমিকম্প হয়েছে।