Home Second Lead ২০ বছর বন্ধ ঠাকুরগাঁও রেশম কারখানা

২০ বছর বন্ধ ঠাকুরগাঁও রেশম কারখানা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঠাকুরগাঁও: প্রায় ২০ বছর ধরে বন্ধ রয়েছে ঠাকুরগাঁও রেশম কারখানা। ১৯৭৭-৭৮ সালে আরডিআরএস বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা ঠাকুরগাঁও শহরের পাশে দুরামারি নামক জায়গায় (বর্তমানে বিসিক শিল্পনগরী) রেশম কারখানাটি স্থাপন করে। পরবর্তীতে লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় ১৯৮১ সালে কারখানাটি রেশম বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই দুর্বল হতে থাকে কারখানাটি।

গত ২৬ বছরে দুর্বল ব্যবস্থাপনার কারণে পর্যায়ক্রমে ৬ কোটি ৫০ লাখ টাকা লোকসান করে কারখানাটি। এ লোকসানের অজুহাতে ২০০১ সালে কারখনাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যার ফলে এতে কর্মরত ১৩৪ জন শ্রমিক ও প্রায় ১০ হাজার স্থানীয় রেশম চাষী স্থায়ীভাবে বেকার হয়ে পড়েন। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও একের পর এক সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরও বাস্তবায়ন হচ্ছে না কিছুই।

রেশম বোর্ডের তথ্যমতে, ক্রমাগত লোকসানের অজুহাতে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি ২০০১ সালে বন্ধ ঘোষণা করার পর আর চালু করা হয়নি। কারখানাটির ১৩৪ জন শ্রমিক ও প্রায় ১০ হাজার রেশম চাষী বেকার হয়ে কষ্টে দিনাতিপাত করছে। তাদের অনেকেই বাধ্য হয়ে অন্য পেশায় নিজেদের সম্পৃক্ত করলেও কারখানাটি চালুর অপেক্ষায় প্রহর গুণছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল ইসলাম জানান, ইতোমধ্যে কারখানাটি চালু করার ব্যাপারে জেলার সকল মহল মতামত দিয়েছেন। আশা করি খুব দ্রুত রেশম কারখানাটি চালুর ব্যাপারে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।

সরকারি মালিকানাধীন ঠাকুরগাঁও রেশম কারখানা পুনরায় চালু করার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামানের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল ২০১৭ সালের ৩ এপ্রিল কারখানাটি পরিদর্শন করেছিলেন। সেসময় পরিদর্শকগণ বলেছিলেন, এই রেশম কারখানাটি চালুর বিষয়ে মন্ত্রণালয়ে গঠন করা কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে যে কোন সময় কারখানাটি চালু হবে বলে আশা প্রকাশ করেন তারা। কিন্তু এখন পর্যন্ত কোন আশার আলো পড়েনি এই কারখানাটির ওপরে।