বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম : সোমবার সকাল দশটা হতে মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন আরও ২১২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৭০৬ জনে। একই সময়ে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে একজনের।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এইদিন চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৮৮ জন এবং উপজেলায় ২৪ জন।
এদিকে করোনার টিকা নিয়েও চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী করোনা আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেছেন, ‘ নমুনা প্রদান করার পরে সোমবার রিপোর্ট আসলে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। তবে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।’
৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকা নিয়েছেন ডা. শেখ ফজলে রাব্বী। এরপর ৫০ দিনের মাথায় করোনা আক্রান্ত হন তিনি।