Home চট্টগ্রাম আত্মহত্যা শেখাতে গিয়ে মৃত্যু

আত্মহত্যা শেখাতে গিয়ে মৃত্যু

রাঙামাটি: কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে একজন আত্মহত্যা করেছে। আর বন্ধুদের মজার ছলে আত্মহত্যা শিখাতে গিয়ে আর একজন মারা গেছে।

সোমবার (২৫ জানুয়ারি) মধ্যরাত ও ভোরে কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন -মো. শোয়েব আহমেদ (২৮) ও মো. নাইমুর রহমান নয়ন (২২)।

নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাপারিশ্রমিকের শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহত নাইমুর রহমান ফরহাদ হোসেনের ছেলে। তারা কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার বাসিন্দা।
এইব্যাপারে স্থানীয়রা জানান, শোয়েবের মৃত্যুর পর বন্ধুদের সঙ্গে কিভাবে আত্মহত্যা করে সেই গল্প করছিল নাইমুর রহমান নয়ন। এক পর্যায়ে বন্ধুদের আত্মহত্যা কিভাবে করে তা দেখাতে গিয়েই চূড়ান্ত ফাঁস পড়ে যায় নয়নের। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, ‘রাতে প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে নাইমুর রহমান নামের এক যুবকও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’