Home First Lead ৩০০ কোটি টাকা ব্যয়ে আইসিডি তৈরি করছে সাইফপাওয়ারটেক

৩০০ কোটি টাকা ব্যয়ে আইসিডি তৈরি করছে সাইফপাওয়ারটেক

বছরে ব্যবসা হবে ১০০ কোটি টাকার

১৯ অক্টোবর সিসিবিএল’র সাথে চুক্তি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচঞ্জ-এ তালিকাভুক্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর সাইফপাওয়ারটেক লিমিটেড প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে রেলভূমিতে একটি আইসিডি (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) তৈরি করছে। এখানে কমপক্ষে ১০০ কোটি টাকার ব্যবসা হবে প্রতিবছর।

বাংলাদেশ রেলওয়ের প্রতিষ্ঠান কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) –এর সাথে আগামী মঙ্গলবার ( ১৯ অক্টোবর )  এ ব্যাপারে সাইফপাওয়ারটেক লিমিটেডের চুক্তি স্বাক্ষর হবে।

ঐ আইসিডিতে  প্রায় ৫০০ লোকের কর্মসংস্থান হবে। সেখানে কন্টেইনার হ্যান্ডলিং করার অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজিত হবে। তাতে  বছরে প্রায় এক লাখ কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব হবে। তাতে বছরে ১০০ কোটি টাকার ব্যবসা হবে বলে অনুমান করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ সূত্রে জানা যায়, রেলওয়ের মালিকানাধীন ২১.২৯ একর জমির ওপর ঐ আইসিডি তৈরি নর্থ কন্টেইনার ইয়ার্ডের বিপরীতে রেলের ২১ দশমিক ২৯ একর ভূমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। কন্টেইনার কোম্পানি গঠনের পর ভূ-সম্পত্তি বিভাগ থেকে সেখানে কন্টেইনার টার্মিনাল নির্মাণের প্রস্তাব করা হয়।  মূলত সে প্রস্তাবের ভিত্তিতেই ওই জমিতে কন্টেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ ।

কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল)  সূত্রে জানা যায়, আইসিডি তৈরির জন্য দরপত্র প্রক্রিয়া শুরু হয় গত ফেব্রুয়ারিতে। দেশি বিদেশি ১৪ টি প্রতিষ্ঠান দরপত্র সিডিউল সংগ্রহ করে। সাইফপাওয়ারটেক লিমিটেড  এ ক্ষেত্রে সফল হয়েছে। দরপত্রের শর্তাবলী পূরণ করে একমাত্র টেন্ডারদাতা ছিল প্রতিষ্ঠানটি। অপর ১৩ প্রতিষ্ঠান দরপত্র দেয়নি শর্তাবলী পূরণ করতে না পারায়।

সাইফপাওয়ারটেক লিমিটেড চট্টগ্রামে বন্দরের অর্ধেকের বেশি আমদানি-রপ্তানি কন্টেইনার এককভাবে হ্যান্ডলিং করে।

রেলওয়ে সূত্রে জানা যায়, আলোচ্য কন্টেইনার টার্মিনাল চালু হলে রেলওয়ের মাধ্যমে পণ্য পরিবহনে যুগান্তকারী পরিবর্তন সূচিত হবে।