Home সারাদেশ বেনাপোলে ৩৯ ট্রাক ফল চোরাপথে খালাস

বেনাপোলে ৩৯ ট্রাক ফল চোরাপথে খালাস

ছবি সংগৃহীত

সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: ভারত থেকে আমদানি করা ৩৯ ট্রাক ফল বেনাপোল দিয়ে চোরাপথে খালাস হয়েছে । তা ধরা পড়ার পর কাস্টম হাউস সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল করেছে।

কাস্টমস সূত্র জানায়, গত শনিবার ভারত থেকে ৩৯ ট্রাক আঙ্গুর, টমেটো ও আনার আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। চালানগুলো খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল এন্টারপ্রাইজ। কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে রয়েল এন্টারপ্রাইজ বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে ৩৯ ট্রাক আঙ্গুর, টমেটো ও আনার  বের করে নিয়ে যায়। রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল। এআইএন নম্বর-৬০১০৫০০১৩।

বিষয়টি জানাজানি হলে বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান ও অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলামের যৌথ চেষ্টায় ফাঁকি দেওয়া রাজস্ব গত সোমবার সরকারি কোষাগারে জমা দিতে বাধ্য করা হয় সিঅ্যান্ডএফ এজেন্টকে।

২টি চালানে কাস্টম নম্বর বি/ই সি-৪৮৬৮৩ ও সি-৪৮৬৭০-সহ ৮টি বি/ই বিপরীতে কোনো দলিলাদি কাস্টমস সিজিসি-৯ এ জমা না দিয়ে বন্দর থেকে বের করে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, প্রতি শনিবার বন্ধের দিন রয়েল এন্টারপ্রাইজ কাস্টমস কর্মকর্তাদের ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য পাচার করে থাকে। তার বিরুদ্ধে একাধিক রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে কাস্টম হাউজে।

রয়েল এন্টাপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল বলেন, আমার সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স রয়েল এন্টারপ্রাইজ বাতিল করেছে কাস্টম কর্তৃপক্ষ। তবে ৩৯ ট্রাকের রাজস্ব পরের দিন পরিশোধ করা হয়েছে। পচনশীল পণ্য বিধায় ওইদিন রাজস্ব  পরিশোধ করা হয়নি।

বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম বলেন, জালিয়াতি করে বন্দর থেকে ৩৯ ট্রাক পণ্য বের করে নিয়ে যাওয়ার অভিযোগে রয়েল এন্টাপ্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। রাজস্ব ফাঁকির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।