বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএসের ৪১তম প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার জন্য ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) রবিবার এ ফল প্রকাশ করে। করোনা মহামারীর প্রকোপের কারণে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার চার মাস পর ফল প্রকাশ করা হলো।
করোনার প্রকোপ কমে আসায় এ বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় পিএসসি। স্বাস্থ্যবিধি মেনে দেশের ৮টি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়।
গত ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।
সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে ৯১৫ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন।