Home অন্যান্য ৪৮ ঘন্টায় ৩২ মিলিয়ন ডলার !

৪৮ ঘন্টায় ৩২ মিলিয়ন ডলার !

সিলেস্টা বারবারা ছবি সংগৃহীত

লাইলাক শহীদ:

ব্রিসবেন ( অস্ট্রেলিয়া ) থেকে

অস্ট্রেলিয়ান কৌতুক অভিনেত্রী “সিলেস্টা বারবারা” ফেসবুকের মাধ্যমে মাত্র ৪৮ ঘন্টায় অনলাইন অর্থ সাহায্য টুল ব্যবহার করে দাবানলে ক্ষতিগ্রস্ত এবং দমকলকর্মীদের জন্য $ ৩২ মিলিয়নেরও বেশি উত্তেলন করেছে ।

এনএসডাব্লু রুরাল ফায়ার সার্ভিসের পক্ষে সিলেস্টা  বারবারার ফেসবুক আবেদন শুক্রবার চালু হওয়ার সময় তার সাহায্যর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল মাত্র ত্রিশ হাজার ডলার । কিন্তু তার মানবিক আহ্বানে তিনদিন পরে, ঐ ফান্ডে জমা হয় ৩৩ মিলিয়ন ডলারেরও বেশী ।

সিলেস্টা বারবারার ফেসবুক পেজে ১.৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টগ্রাম পেজে ৫.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে – যেখানে তিনি সেলিব্রিটিদের এবং মডেলদের ইনস্টাগ্রাম পোস্ট এবং ফটোশুটে নিজের কৌতুক এবং বিদ্রৃপ পোস্ট করেন।

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য, ক্ষতিপূরণ এবং পুণ:নির্মাণের জন্য অর্থ সংগ্রহে সেলিব্রেটি, বিত্তবান এবং সাধারণ জনগন অংশগ্রহণ করছে । রেডক্রস সহ বিভিন্ন প্রতিষ্ঠান অর্থ সংগ্রহে নেমেছে এবং তারা সবাই আশাতীত সহযোগিতা পাচ্ছে ।

গতকাল অস্ট্রেলিয়ান সংসদ ২ বিলিয়ন ডলারের জরুরী সহযোগিতা এবং পূনর্গঠন তহবিলে অর্থ অনুমোদন করেছে ।

এ ছাড়া সেলিব্রেটিরা এগিয়ে এসেছে তাদের বিভিন্ন জিনিসের নিলাম দ্বারা সংগৃহীত অর্থ নিয়ে । প্রাক্তন বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার শের্ন ওয়ার্ন তার ব্যাগী গ্রীন ক্যাপ নিলামে তুলেছিলেন এবং ৩লক্ষ ১৫ হাজার ডলারে তা বিক্রি করে সেই অর্থ রেডক্রসের তহবিলে জমা দিয়েছেন ।

শের্ন ওয়ার্ন গ্রীনক্যাপ হাতে
ছবি সংগৃহীত