বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই ক্রয় সংক্রান্ত ব্যয় হবে ৫২৭ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ৯০৪ টাকা।
বুধবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী সভা শেষে জানান, সুইজারল্যান্ড থেকে এলএনজি’র প্রতি এমএমবিটিইউ দাম পড়বে ৮ দশমিক ৩৪৫ মার্কিন ডলার।
সিঙ্গাপুর থেকে যেটা আনা হচ্ছে সেটার দাম ৭ দশমিক ৪৪২১ মার্কিন ডলার। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ভ্যাট ও ট্যাক্সসহ সর্বমোট ২৪৮ কোটি ৫৩ লাখ ২৯ হাজার ৭৮০ টাকায় সিঙ্গাপুরের ভাইটোল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটবইউ এলএনজি ভ্যাট ও ট্যাক্সসহ সর্বমোট ২৭৮ কোটি ৭০ লাখ ২৫ হাজার ১২৪ টাকায় অটো ট্রেডিং এজি সুইজারল্যান্ডের কাছ থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবো, সেটা হলো ভাইটোল এশিয়া প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি সম্পর্কে আমাদের কিছু কিছু তথ্য নজরে এসেছে তা আমরা বলেছি। এই কোম্পানিটি কালোতালিকাভুক্ত কোম্পানি। এ ধরনের তথ্য বিভিন্ন পত্রপত্রিকায় উঠে এসেছে। কিন্তু আমরা অনেক চেষ্টা করেও এ ধরনের কোনও অভিযোগ পাইনি। নেটেও এ ধরনের কোনও তথ্য পাইনি। তাই গণমাধ্যম ভাইদের বলবো-আপনাদের কাছে কোনও তথ্য থাকলে আমাদের মন্ত্রণালয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।’
বুধবারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘কুড়িগ্রাম (দাসেরহাট) নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ-২ এর পূর্তকাজ মো. মঈন উদ্দীন (বাঁশি) লিমিটেডের কাছ থেকে ১৩৬ কোটি ২৪ লাখ ৬১ হাজার ৯৯৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।