বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেকর্ড ৫৫ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। বিক্রির পরিমাণ গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬১ শতাংশ বেশি। বছর শেষে বিক্রি লক্ষ্যমাত্রার দ্বিগুণ হতে পারে বলে মনে করছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা।
পরিসংখ্যান বলছে,২০১৮-১৯ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ৯০ হাজার ৩৪২ কোটি ৩৯ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে করা আরোপের কারণে বিক্রির পরিমাণ কমে দাঁড়ায় ৬৭ হাজার ১২৭ কোটি ৭৫ লাখ টাকায়। কিন্তু চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই বিক্রি হয়েছে ৫৪ হাজার হাজার ৯৭৬ কোটি ১৯ লাখ টাকার সঞ্চয়পত্র।
সঞ্চয়পত্রে মানুষের আকৃষ্ট হওয়ার হার বেশির কারণ হিসেবে ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হাসান এ. সাইমুম গণমাধ্যমকে জানান, ব্যাংকগুলোতে তারল্য সংকট না থাকায় বেশি সুদে টাকা রাখতে পারছেন না গ্রাহক বা সাধারণ মানুষ। এজন্য নিজেদের আয় বাড়ানোর বা লাভের অংশ বেশি হওয়ার জন্য তারা সঞ্চয়পত্রমুখি হচ্ছেন।
এক্ষেত্রে করোনার প্রভাব শেষ হলে আগামী বিনিয়োগ বাড়লে ব্যাংকগুলোতে তারল্য সংকট হলে আবারো বেশি সুদেই অর্থ জমা করতে হবে প্রতিষ্ঠানগুলোর। তখন সঞ্চয়পত্রের বিক্রির পরিমাণও কমে আসবে বলে মনে করেন হাসান এ. সাইমুম।
সামাজিক সুরক্ষার বিশেষ সুবিধা সম্বলিত সেক্টর হওয়ায় মানুষ তার অর্থ নিরাপদ ও লাভ বেশি পাওয়া যাবে, এমন প্রতিষ্ঠানেই জমা রাখবেন বলে মনে করেন অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেছেন, সরকারের কিছুটা ভর্তুকি বেশি গেলেও নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সুবিধায় এটা অব্যাহত রাখতে হবে। তবে শর্ত অনুযায়ী বিনিয়োগ মূলত কারা করছেন এবং সুবিধা আদায় করছে তা খতিয়ে দেখতে হবে বলে মনে করেন তিনি।