Home জাতীয় ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

বিজনেসটুডে২৪ ডেস্ক:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বারগুলো উদ্ধার করে। এ সময় দুবাই ফেরত এক যাত্রী আটক হয়েছে।

কাস্টম হাউস জানায়, সকালে দুবাই থেকে আগত ফ্লাইট নং-EK-582 এর মাধ্যমে আসা এক যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬ কেজি ৯০০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ মারুফ রহমান জানান, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে। তবে ওই যাত্রীকে আটক করার বিষয়ে কিছু জানাননি এই কর্মকর্তা।