Home Second Lead সাইফপাওয়ারটেকের লভ্যাংশ ঘোষণা

সাইফপাওয়ারটেকের লভ্যাংশ ঘোষণা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান, চট্টগ্রাম বন্দরের বৃহত্তম টার্মিনাল অপারেটর সাইফপাওয়ারটেক লিমিটেড ৬ বছরের মধ্যে এবারে সর্বোচ্চ নগদ লভ্যাংশের ঘোষণা দিল।

বুধবার কোম্পানির বোর্ড সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে ১০ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস। এর আগে ৫ বছরে কখনও ৫ শতাংশের বেশি নগদ লভ্যাংশ দেয়নি। এবারই প্রথম ১০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিল।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

২০২০ সালে কোম্পানিটি মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তন্মধ্যে ছিল ৫ শতাংশ নগদ। আর ৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস, ২০১৮ সালে ৫ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস, ২০১৭ সালে ৫ শতাংশ নগদ এবং ২৮ শতাংশ বোনাস আর ২০১৬ সালে ৫ শতাংশ নগদ এবং ২৭ শতাংশ বোনাস দিয়েছিল।

সাইফপাওয়ারটেক সূত্রে জানা যায়,  ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। গত বছর একই সময়ে তা ছিল ১ টাকা ১৪ পয়সা।

চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা।

গত কয়েক মাস ধরে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে অন্যতম আকর্ষণীয় শেয়ার সাইফপাওয়ারটেক লিমিটেড। এ সময়ে প্রায় প্রতিদিনই টপ টুয়েন্টির মধ্যে ছিল কোম্পানিটি।

গত এক বছরে সাইফপাওয়ারটেক লিমিটেডের শেয়ার দর ছিল সর্বনিম্ন ১৩ টাকা ২০ পয়সা এবং সর্বোচ্চ ৪৯ টাকা। বুধবার দিনশেষে দর ছিল ৪২ টাকা ৭০ পয়সা।