ঢাকা: চলতি মওসুমে ৫ মাসে ২৭ লাখ ১৬ হাজার ওমরা ভিসা ইস্যু করেছে সৌদি আরব। এদের মধ্যে বাংলাদেশীদের অনুকূলে ইস্যু হয়েছে প্রায় ৯১ হাজার।
চলতি মওসুমে ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ১৬ আগস্ট থেকে। ওমরা পালনের জন্য এক মাসের ভিসা দেয়া হচ্ছে।
সৌদি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যে ২৪,১২,৫৭২ জন ওমরা পালন করার জন্য গেছেন। এদের মধ্যে ২২,৭২,১৬৩ জন গেছেন আকাশ পথে। সড়ক পথে গেছেন ১,৩৩,১১০ জন এবং সমুদ্রপথে গেছেন ৭,২৯৯ জন।
ওমরা পালনশেষে ফিরে গেছেন ২০,৩৭,৬৯১ জন।
সাধারণত সবচেয়ে বেশি সংখ্যক ওমরা পালনকারী আসেন পাকিস্তান থেকে। এরপর আছে ইন্দোনেশিয়া, ভারত, মিশর, আলজেরিয়া, ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়া, ইরাক ও জর্ডানের নাম।
চলতি মওসুমে এ পর্যন্ত পাকিস্তানের ৫,৫৮,৫৩৬ জন, ইন্দোনেশিয়ার ৫,০৫,২১৭ জন, ভারতের ২,৯২.৮২২ জন, মিসরের ১,৩৭,৮৩৪ জন, মালয়েশিয়ার ১,২৪,৯৫১ জন, তুরস্কের ৯৪,৮৫৪ জন, বাংলাদেশের ৯০,৮৯৪ জন এবং আলজেরিয়ার ৮৯,০০৬ জনের অনুকূলে ভিসা ইস্যু হয়েছে।
সৌদি সরকার‘ ভিশন ২০৩০’ সামনে রেখে ওমরা পালনে ইচ্ছুকদের ব্যাপক হারে ভিসা দেয়া শুরু করেছে।
তাদের লক্ষ্য ২০২২ সালের মধ্যে ওমরা পালনকারীর সংখ্যা বছরে দেড় কোটি ও ২০৩০ সালের মধ্যে তা তিন কোটিতে উন্নীত করা।
হজের মওসুম শেষ হওয়ার পরই ওমরা কার্যক্রম শুরু হয়। জিলহজ শেষ হবার পরই সৌদি সরকার ওমরা ভিসা দেয়া শুরু করে। পরবর্তী হজ মওসুম শুরু পর্যন্ত তা অব্যাহত থাকে।
বিজনেসটুডে২৪ ডেস্ক