বিজনেসটুডে২৪ প্রতিনিধি
হিলি, দিনাজপুর থেকে: ক’দিন আগেও মুদি দোকানে ৫ লিটার তেলভর্তি বোতল থরে থরে সাজানো ছিল। তেলের উর্ধগতিতে হঠাৎ উধাও হয়ে গেছে এ সব তেলের বোতল। কোথায় গেল?
বোতলজাত তেলের দাম নির্দিষ্ট। আর ড্রাম থেকে যে তেল খোলা বিক্রি হয় দাম বাজার দরের উপর নির্ধারিত হয়। অনুসন্ধানে জানা যায়, বর্তমানে বাজারে খোলা ভোজ্যতেলের দাম বাড়তি। বোতলের তুলনায় লিটারে ২০/৩০ টাকা বেশি। এ কারণে বাড়তি মুনাফার জন্য বোতল খূলে সেই তেল ড্রামে ঢেলে নেয়া হয়েছে। বিশেষত ৫ লিটারের বোতল কোথাও নেই। তবে, দু এক দোকানে এক লিটারের বোতল রয়েছে।
মাসের প্রয়োজনীয় বাজার একসাথে করেন এমন কয়েকজন জানালেন, ৫ লিটারের বোতল নেই। কোন দোকানে নেই। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে তেলের দাম বাড়ছে, যে তেল কয়েক দিন আগে ১৫০ থেকে ৬০ টাকা ছিল সেই তেল এখন বর্তমানে ১৮০ টাকা দাঁড়িয়েছে।
হিলি বাজারের এক মুদি দোকানি জানান, বর্তমানে বোতলজাতে কোনো তেল নেই। বিপণনকারিরা আগে আমাদের কাছে আসতো অর্ডার নিয়ে তেল ডেলিভারি করতো। কিন্তু এখন আর তারা অর্ডার নিচ্ছে না। তারা জানিয়েছে তেল নেই, তাই অর্ডার নেয়া হচ্ছে না। ‘বর্তমানে খোলা সয়াবিন তেল বিক্রি করছি ১৮০ টাকা কেজি হিসেবে। যা গত হাটে ১৭০ টাকা বিক্রি করেছিলাম।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম গণমাধ্যমকে বলেছেন , যেহেতু তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে সেহেতু ব্যবসায়ীদের তেলের মজুত করা বা স্টক করার প্রবণতা ইতিপূর্বে ছিল। যার কারণে আমরা আমাদের বাজার মনিটরিং ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত রেখেছি। কোন ব্যবসায়ী যদি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি করেন অথবা তিনি মজুত করেন সে বিষয়টি কঠোরভাবে দেখা হবে।