Home First Lead ৭০ হাজার গৃহহীন আজ পাকা ঘরে উঠছে

৭০ হাজার গৃহহীন আজ পাকা ঘরে উঠছে

ভিটেমাটিহীন মানুষের নতুন ঠিকানা হবে আশ্রয়ণ প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আজ শনিবার ২৩ জানুয়ারি সারাদেশে প্রায় ৭০ হাজার গৃহহীন, ভূমিহীন পরিবারকে দুই শতক জমিসহ সত্তর হাজার বাড়ি উপহার হিসেবে (বিনামূল্যে) প্রদান করবে সরকার। উপকারভোগী হবেন অনন্ত সাড়ে তিন লাখ মানুষ। সরকারের খাস জমির উপর প্রতিটি বাড়ি নির্মাণে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয় হয়েছে। দুই শয্যা বিশিষ্ট এসব বাড়িতে একটি লম্বা বারান্দা, রান্নাঘর ও টয়লেট রয়েছে। সামনে আছে এক চিলতে উঠান। বিদ্যুৎ সংযোগ, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও করা হয়েছে।

মুজিববর্ষে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এমন অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সব ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০ প্রণয়ন করা হয়। নীতিমালা অনুযায়ী, জেলা প্রশাসকদের মাধ্যমে বাংলাদেশের সব গৃহহীন ও ভূমিহীন পরিবারের তালিকা প্রণয়ন করা হয়। তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৬১ এবং ‘যার জমি আছে কিন্তু ঘর নাই’ এমন পরিবারের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ২৬১। এসব পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া হবে ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি বাড়ি।

মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯টি পরিবারের প্রত্যেককে ২ শতক সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদানসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়াও ২১ জেলার ৩৬ উপজেলার ৪৪টি প্রকল্পে ৩ হাজার ৭১৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সে উদ্বোধনের মাধ্যমে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এই ঘরগুলো তুলে দিবেন।

এই বিশাল কর্মযজ্ঞের উদ্বোধনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব মানবতার ইতিহাসে অনন্য নজির স্থাপন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ একসঙ্গে এতগুলো গৃহহীনের জন্য বাসস্থানের ব্যবস্থা করার দৃষ্টান্ত বিশ্বের কোন দেশে নেই।