পূর্ব আফগানিস্তানে ৮৩ জন যাত্রী নিয়ে একটি বিমান ভেঙে পড়েছে আজ সোমবার। ওই বিমানে কমপক্ষে ৮০ জন যাত্রী ছিলেন। দ্য আরিয়ানা আফগান বোয়িং ৭৩৭-৪০০ বিমানেই দুর্ঘটনাটি হয়েছে বলে জানা গেছে।
ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় কত জনের মৃত্যু হয়েছে বা কত জন আহত হয়েছেন তা এখনও জানা যায়নি।
পূর্ব আফগানিস্তানের গজনি প্রদেশে ইয়াক জেলার উপরে ভেঙে পড়ে বিমানটি। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই বিমানে ৮৩ জন যাত্রী ছিলেন। সোমবার বেলা ১টা ১৫ মিনিটে যাত্রা শুরু করেছিল বিমানটি। এর পরেই দুর্ঘনটার মুখে পড়ে। ভেঙে পড়া ওই বিমান থেকে ব্যাপক আগুন বেরোচ্ছে বলে খবর।
বিজনেসটুডে২৪ ডেস্ক