Home Second Lead ‍‘জনতার কাউন্সিলর’ সেলিমের বিদায়

‍‘জনতার কাউন্সিলর’ সেলিমের বিদায়

তারেক সোলেমান সেলিমের নামাজে জানাজা


বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম:আওয়ামী লীগ নেতা ও সিটি করপোরেশনের ৪ বারের নির্বাচিত আলকরণ ওয়ার্ডের  কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের জানাজা মঙ্গলবার(১৯ জানুয়ারি) দুপুর দুইটায় পুরাতন রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলরের জানাযায় দল-মত নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে ।
দুইটায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বারোটার পর থেকে নগরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটতে থেকে পুরাতন রেল স্টেশন চত্বরে। এক পর্যায়ে রেলস্টেশন চত্বর পরিপূর্ণ হয়ে আশপাশের রাস্তায় জনসমাগম ছড়িয়ে যায়।
তারেক সোলেমান সেলিমের জানাজার আগে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, তারেক সোলেমান সেলিম দলের জন্য নিবেদিত ছিলেন। তার অবদান কেউ ভুলতে পারবে না। তার জানাজায় এত মানুষের উপস্থিতি তার জনপ্রিয়তা প্রমাণ করে।

তারেক সোলেমান সেলিমের ভাই আক্ষেপ করে বলেন, দলের কিছু ষড়যন্ত্রকারীদের জন্য মৃত্যুর আগে আমার ভাইকে বিদ্রোহী অপবাদ নিয়ে মরতে হয়েছে। এর বিচার আল্লাহর কাছে দিলাম।
জানাজায় অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
এছাড়াও, জানাজার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তারেক সোলেমান সেলিমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।