অক্সফোর্ডের টিকার ডোজ নিয়ে এতদিনের বিভ্রান্তি দূর করল সহযোগী ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকা। সংস্থার সিইও পাস্কাল সরিয়ট বলেছেন, অক্সফোর্ড টিকার দুটি ডোজ যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা এখন কেটেছে। তাঁর বক্তব্য, ফাইজার, মোডার্নার মতোই অক্সফোর্ডের টিকার ডোজও ৯৫ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে।
অক্সফোর্ড টিকার তৃতীয় পর্বের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। শোনা যায়, অক্সফোর্ড টিকার একটি ডোজ দিলে নাকি তা ৯০ শতাংশ কার্যকরী হচ্ছে। অথচ যদি টিকার সম্পূর্ণ ডোজ অর্থাৎ ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হয় স্বেচ্ছাসেবকদের তাহলে নাকি টিকার কার্যকারিতা ফের ৬০-৭০ শতাংশে নেমে যাচ্ছে। টিকার ডোজে এমন মিশ্র ফল দেখা যাচ্ছে কেন সে নিয়ে প্রশ্ন উঠলে অক্সফোর্ড জানায়, কমবয়সীদের টিকার একটি ডোজ দিলেই তা ৯০ শতাংশ কার্যকরী হয়েছে। বি-কোষ সক্রিয় হয়ে অ্যান্টিবডি তৈরি করেছে। আবার অ্যাকটিভ হয়েছে ঘাতক টি-কোষও। খুব তাড়াতাড়ি ২৮ দিনের মধ্যেই শরীরে ইমিউনিটি তৈরি হয়েছে। বয়স্কদের ক্ষেত্রে টিকার ডোজ কাজ করতে কিছুটা সময় বেশি সময় লাগছে। তাই দুটি ডোজ কতটা কাজ করেছে তার একটা গড় ফলাফল সামনে আনা হয়েছে।
অ্যাস্ট্রজেনেকা শুরুতে জানিয়েছিল, টিকার দুটি ডোজ গড়ে ৭০% কাজ করেছে। এই গড় রেজাল্টে ফের বিভ্রান্তি তৈরি হওয়ায় নতুন করে টিকার ট্রায়াল শুরু করার কথা বলেছিল অ্যাস্ট্রেজেনেকা। সেই ট্রায়ালের রিপোর্ট সামনে এনে সংস্থা সিইও বলেছেন, টিকার ডোজ স্বেচ্ছাসেবকদের শরীরে ৯৫% কার্যকরী হয়েছে। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
ব্রিটেনে এই সপ্তাহেই ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ডের টিকা। পাস্কাল বলেছেন, টিকার ডোজ নিয়ে ধোঁয়াশার কারণেই এতদিন ভ্যাকসিন রেগুলেটরি কমিটির অনুমতি মেলেনি। এবার গণহারে টিকাকরণের সায় মিলবে। টিকার ডোজও হবে ফাইজার ও মোডার্নার থেকে অনেক সস্তা। প্রতি ডোজের দাম পড়বে ২.৫ ডলার
অক্সফোর্ড জানাচ্ছে, কোল্ড-স্টোরেজের স্বাভাবিক ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই রাখা যাবে এই টিকা। ফাইজারের টিকা সংরক্ষণের জন্য মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, আর মোডার্নার টিকা সংরক্ষণ করতে হয় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অক্সফোর্ডের টিকার জন্য এত কম তাপমাত্রার দরকার নেই।
বিজনেসটুডে২৪ ডেস্ক