Home চট্টগ্রাম চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: জেলার চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম জানান, সোমবার সকাল ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১২টি দোকান পুড়ে যায়। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তাদের আসার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়েছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. বেলাল জানান, অগ্নিকাণ্ডে ধোপাছড়ি বাজারের হারুনের টেইলারিংয়ের দোকান, রফিকের মুরগীর দোকান, জসিম উদ্দিনের মুরগী ও কসমেটিকস দোকান, রেজাউল করিমের মুদি মালামালের গোডাউন, আহমদ হোসেনের সার ও কীটনাশকের দোকান, সেলিমের টেইলারিং দোকান, আবদুল করিমের সার ও কীটনাশকের দোকান, আবু খানের চা দোকান, বাদশার পানের দোকান, নাজিম উদ্দিনের মুরগীর দোকান, রশিদের চট, রশি ও ত্রিপলের দোকান এবং মোস্তাফিজুর রহমানের ধানের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহ্ আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা রওয়ানা দিলেও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় পৌঁছতে দেরি হয়ে গেছে।