Home Third Lead অগ্নিগর্ভ উত্তর প্রদেশ

অগ্নিগর্ভ উত্তর প্রদেশ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে লখিমপুর খিরি জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি। সংঘর্ষে এবং গাড়ি চাপা পড়ে মোট আটজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে চার জন কৃষক।

এই ঘটনার জেরে তিনটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেন ক্ষুব্ধ কৃষকরা।

ঘটনার সূত্রপাত মন্ত্রী-কৃষক বৈরীতা নিয়ে। রবিবার লখিমপুর খিরি জেলায় উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের একটি অনুষ্ঠান ছিল। তাই তিনি আসার আগে অনেক কৃষক জমায়েত শুরু করেন নয়া কৃষি আইনের প্রতিবাদ করার জন্য এবং মন্ত্রীকে কালো পতাকা দেখানোর জন্য।

প্রশাসনিক সূত্রের খবর, এই সময়েই আন্দোলনকারী কৃষকদের বাধা দেয় পুলিশ এবং বিজেপি কর্মীরা। দু’পক্ষের বচসা শুরু হয়ে যায়। উত্তাপ বাড়তে থাকে এলাকায়। অভিযোগ, এমনই সময়ে আচমকা কৃষকদের উপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়! ওই গাড়িতে বিজেপির পতাকা লাগানো ছিল বলে জানা গেছে।

এর পরেই ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। গাড়ি থেকে এক ব্যক্তিকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। দু’টি গাড়িতে চালানো হয় ভাঙচুর। তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ফলে গাড়িতে থাকা চার জন মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে খবর।