দিল্লি: ৩ দিন ধরে অগ্নিগর্ভ দিল্লি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২০।
আজ বুধবার ৭ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। সিএএ বিরোধী এবং সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন।
বিস্তীর্ণ এলাকা জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। বন্ধ দোকানপাট। সরকারি স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে সিবিএসই বোর্ডের পরীক্ষাও। উত্তর-পূর্ব দিল্লির চার জায়গায় জারি রয়েছে কার্ফু। সংঘর্ষ এলাকা পরিদর্শনে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
তিনদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর-পূর্ব দিল্লির। সিএএ বিরোধী এবং সমর্থক—দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজধানীর বিস্তীর্ণ এলাকা। সীলমপুর, জাফফরাবাদ, মৌজপুর, ভজনপুরা, চাঁদবাগ, করওয়াল নগর ও আরও অসংখ্য এলাকায় দোকানপাট জ্বালিয়ে দিয়েছে তাণ্ডবকারীরা। বাদ যায়নি পেট্রল পাম্প এবং রাস্তার পাশে থাকা গাড়িও। গুলি চালানোর পাশাপাশি এলোপাথাড়ি পাথর এবং ইটবৃষ্টিও করেছে তাণ্ডবকারীরা।
দফায় দফায় বেশ কয়েকটি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (আইনশৃঙ্খলা) পদে আনা হয়েছে সচ্চিদানন্দ শ্রীবাস্তব নামে এক আইপিএস কর্তাকে। তাঁর সঙ্গেও বৈঠক করেছেন শাহ। বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। মঙ্গলবার রাতেই হিংসা থামাতে উত্তর-পূর্ব দিল্লির চারটি থানা এলাকায় দেখামাত্র গুলির নির্দেশ জারি করেছিল পুলিশ।
ক্রমশই পরিস্থিতি জটিল হচ্ছে উত্তর-পূর্ব দিল্লিতে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবি করেছেন বাড়ির ছাদে বুলেট শেল পড়ে থাকতে দেখেছেন। বন্দুক উঁচিয়ে নিরস্ত্র পুলিশকে তাড়া করা যুবক শাহরুখের ছবিতে সোমবারই ছয়লাপ হয়েছিল সোশ্যাল মিডিয়া। পরবর্তী সময়ে তাকে অবশ্য আটক করে দিল্লি পুলিশ। সূত্রের খবর, অস্ত্র আইনে তার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআরও।
গত ৭২ ঘণ্টার সংঘর্ষে নিহত হয়েছে পুলিশের হেড কনস্টেবল রতন লাল। মৃত্যু হয়েছে আরও ১৯ জন সাধারণ মানুষের।
বিজনেসটুডে২৪ ডেস্ক