Home পরিবেশ মীরেরহাটে ১২ ফুট লম্বা অজগর

মীরেরহাটে ১২ ফুট লম্বা অজগর

মীরেরহাটে উদ্ধার করা অজগর

বিজনেসটুডে২৪প্রতিনিধি, হাটহাজারী ( চট্টগ্রাম): ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা হাটহাজারীর মীরেরহাট থেকে ১২ ফিট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে। 

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টায় মীরের হাটের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশের একটি গর্ত থেকে সাপটি উদ্ধার করা হয়। শনিবার সাপটি হাটহাজারী বনবিটের পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

রেজাউল করিম রাকিব জানান, একটি গর্তে লুকিয়ে ছিল অজগরটি। প্রায় তিন ঘণ্টা গর্ত খুঁড়ে বের করতে হয়েছে সাপটিকে। মানুষ বন-জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলায় খাবারের অভাবে সাপ লোকালয়ে চলে আসছে। এর আগে গত সপ্তাহেও একই স্থানের একটি বাড়ির রান্নাঘর থেকে একই সাইজের আরেকটি অজগর উদ্ধার করা হয়েছিলো।