Home জাতীয় কর আদায় হবে অটোমেশনে

কর আদায় হবে অটোমেশনে

বিজনেসটুডে২৪ ডেস্ক

রংপুর: অটোমেশন এর মাধ্যমে কর আদায় করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। রাজস্ব আদায়ে অনিয়ম বন্ধে তিনি এসব কথা বলেন।

শনিবার (০৬ মার্চ) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস ভবনের রোকেয়া হলে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় রংপুর চেম্বার অব কমার্স ও বিভাগের সকল জেলা চেম্বারের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এনবিআরের চেয়ারম্যান আরো বলেন, দেশের উন্নয়নে কর দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো কর। কর দাতা যাতে হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখত হবে।

তিনি বলেন, অটোমেশনের মাধ্যমে রাজস্ব আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জন আরো গতিশীল হবে।

এ সময় আসন্ন বাজেটে রংপুরকে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন ব্যবসায়ীরা।