Home চট্টগ্রাম অটোরিকশা- টেম্পো শ্রমিকলীগের মানববন্ধন

অটোরিকশা- টেম্পো শ্রমিকলীগের মানববন্ধন

বিজনেসটুডে২৪ ডেস্ক:

বেআইনীভাবে রাজস্ব ফাঁকি দিয়ে থ্রি -হুইলার অটোরিকশা বিক্রয়কারী প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে অটোরিক্শা- টেম্পো শ্রমিক লীগ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম জেলা এলাকায় অটোরিকশার সিলিং নির্ধারণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামে উত্তরা মোটরস অনুমোদিত ডিলাররা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পরিপত্র উপেক্ষা করে অনুমোদনহীন থ্রি- হুইলার অটোরিকশা বিক্রি করে সড়ক পরিবহনে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে।তারা অনতিবিলম্বে উত্তরা মোটরস ও তার অনুমোদিত ডিলারদের কালো তালিকা করে আইনের আওতায় আনার দাবি জানান।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমম্বয় পরিষদের সদস্যসচিব মিরন হোসেন মিলন।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দোকান-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আলমগীর, সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস ।

এতে বক্তব্য রাখেন অটো রিকশা শ্রমিক নেতা মো. বেলাল, মো. রমজান, এয়ার মো. খোকন, মো. মনির হোসেন, দিলীপ সরকার মুখ ।

অটোরিক্শা- টেম্পো শ্রমিকলীগ রেজি নং- চট্ট, ১৪৬৯ এর কার্যকরি সভাপতি মো. ইলিয়াছের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খোকনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।