Home অন্যান্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা:করোনা সংক্রমণের আশঙ্কা, সুরক্ষার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আজ রবিবার থেকেই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

৮২ দিন পর ১৫ জুন থেকে আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে নানা ব্যবস্থা করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে ভক্ত ও দর্শনার্থীরা শরীরের তাপমাত্রা পরীক্ষার পরে একগুচ্ছ নিয়ম মেনে শুধুমাত্র রামকৃষ্ণদেবের মন্দির (মূল মন্দির), ব্রহ্মানন্দ মন্দির, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের সমাধি-মন্দির দর্শন করার নির্দেশ দেওয়া হয়েছিল। মঠে প্রবেশের জন্য মাস্ক বাধ্যতামূলক। শরীরের তাপমাত্রাও ৯৯ ডিগ্রি ফারেনহাইটের কম থাকতে হবে। মাত্র ১০ জন করে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। প্রবেশদ্বার থেকে মূল মন্দির পর্যন্ত ৬ ফুট দূরত্ব অন্তর দাগ কেটে নির্দিষ্ট পথ তৈরি করা হয়েছে। ঢোকার মুখে হাতে দিতে হবে স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হয়। কিন্তু যেভাবে পার্শ্ববর্তী এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে, তা এড়াতেই ১৮ দিন পরে ফের মঠ বন্ধ রাখা হলো।

একাধিক কারণে ২ অগস্ট থেকে পুনরায় না জানানো অবধি মঠ বন্ধ রাখা হচ্ছে বলে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান। তিনি আশা করছেন, ভক্তরা অসুবিধার কথা বুঝে সহযোগিতা করবেন।