Home আইন-আদালত ভেজালের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজালের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার (৭ অক্টোবর) তিন ঘন্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক। এ সময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জারীন তাসনীম সিলি, পরিদর্শক মুকুল মৃধা ও পুলিশ সদস্যরা ছিলেন।

জেলা প্রশাসন সুত্র জানায়, বিভিন্ন অনিয়মের দায়ে নগরীর এনায়েত বাজার এলাকার তাকওয়া এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা, মিস্কা ধানসিড়ি কে ১০হাজার টাকা ও ঝাল বিতানকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, তাকওয়া এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান মোড়কজাত নিবন্ধন সনদ ব্যাতিত পানি বোতলজাত করে আসছে। একজন ক্যামিস্ট নিয়োজিত থাকার কথা থাকলেও এখানে ক্যামিস্ট পাওয়া যায়নি। এ প্রতিষ্ঠানের এজেন্টরা বাইরে থেকে পানি বোতলজাত করে তাদের নামে বিক্রি করে আসছে। এছাড়া মিসকা ধানসিড়ি সুইটস নামে একটি বেকারি নোংরা পরিবেশে কেক,বিস্কুট, মিষ্টি, দই ও রুটি উৎপাদন করে আসছে। পণ্যের মোড়কে অগ্রীম তারিখ দেয়া এমনকি বিএসটিআইয়ের লাইসেন্স নেই।

তিনি বলেন,ঝালবিতান নামের একটি স্টোরে নোংরা ও ভেজাল তেলে খাদ্য তৈরি করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়।ভেজাল খাদ্য পণ্য উৎপাদনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।