Home First Lead অপরাজিতা’র শারমিন ৩দিনের রিমান্ডে

অপরাজিতা’র শারমিন ৩দিনের রিমান্ডে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকাঃ নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের’ স্বত্বাধিকারী শারমিন জাহানকে ৩দিনের রিমান্ডে দেয়া হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অপরাজিতা’র স্বত্বাধিকারী শারমিন জাহান। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার তদন্তকারী ডিবির রমনা বিভাগের একটি টিম শারমিন জাহানকে আদালতে তুলে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করলে ৩দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক জানান, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলার এজাহারে শারমিনের বিরুদ্ধে নকল মাস্ক সরবরাহসহ যেসব বিষয়ে অভিযোগ করা হয়েছে, সেসব বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক  এলাকার আনোয়ার পাশা ভবনের বাসা থেকে শারমিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন-১ এর সহকারি রেজিস্টার। এছাড়া ২০০২ সালে তিনি  কুয়েত মৈত্রি হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।