বিজনেসটুডে২৪ ডেস্ক:
অপরাজিত থাকার ধারাটা আরও লম্বা করল ইতালি। উয়েফা নেশন্স লিগের ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৯ ম্যাচে অপরাজেয় থাকার কৃতিত্ব দেখাল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
রবের্তো মানচিনির দল অপরাজিত থাকার ধরে রাখলেও নেদারল্যান্ডসের সঙ্গে ড্রয়ে ‘এ’ লিগের গ্রুপ ১ এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে দ্বিতীয়স্তানে নেমে এসেছে। দিনের অপর ম্যাচে বসনিয়া-হার্জেগোবিনাকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে পোল্যান্ড।
বুধবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতালি। মিডফিল্ডার লরেনসো পেল্লেগ্রিনির গোলে এগিয়ে যাওয়ার পরও ব্যবধান ধরে রাখতে পারেনি স্বাগতিক দল। প্রথমার্ধেই খেলায় সমতায় ফেরায় ডাচরা।
ম্যাচটি অনুষ্ঠিত হয় বেরগামোয়, যেখানে ইতালি সবশেষ খেলেছিল ২০০৬ সালে। চলতি বছর দেশটির করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এপিসেন্টার ছিল এই শহর।
ইতালি সবশেষ হার দেখেছিল ২০১৮ সালের সেপ্টেম্বরে, পর্তুগালের মাঠে। এরপর ১৯টি ম্যাচ খেলে ১৪টিতে জয় পায় তারা, ড্র করে পাঁচটি ম্যাচে।