বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বান্দরবান: লামা উপজেলার সরই ইউনিয়নের কমলাবাগান এলাকা থেকে অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
সাত শ্রমিক হলেন মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সরই ইউনিয়নের দুর্গম লিংপুং পাড়া এলাকায় তাদের ছেড়ে দেয়া হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের মুখে সন্ত্রাসীরা শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তারা এখন নিরাপদে পরিবারের কাছে রয়েছে।’
গত ১ ফেব্রুয়ারি রাতে একটি খামার বাগানে সন্ত্রাসীরা হানা দিয়ে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তিপণ হিসেবে সাত লাখ টাকা দাবি করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানোর পর একদিন পর সন্ত্রাসীরা শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়।