Home সারাদেশ পার্বত্য বান্দরবানে আবারও অস্ত্রের মুখে ৯ জনকে অপহরণ

পার্বত্য বান্দরবানে আবারও অস্ত্রের মুখে ৯ জনকে অপহরণ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বান্দরবান: আবারও অপহরণের ঘটনা ঘটলো পার্বত্য জেলা বান্দরবানে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে আজ ভোররাতে দুই তামাক চাষি এবং ৭ শ্রমিকসহ মোট ৯জনকে অপহরণ করেছে লামার দুর্গম পাহাড়ি এলাকা থেকে । লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে অপহৃতদের উদ্ধারে  যৌথ বাহিনীর জোরদার অভিযান চলছে। শিগগির উদ্ধার সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

স্থানীয়রা জানান, লামা সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক ক্ষেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে ভোর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়। ওই এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ার কারণে ঘটনাটি তাৎক্ষণিক জানাজানি হয়নি। পরে মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।

গজালিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উশৈথোয়াই মার্মা জানান, বারবার অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগেও এই এলাকায় দুই দফায় অপহরণের ঘটনা ঘটে।  সরই ইউনিয়ন থেকে ১৪ জন এবং ২৬ ফেব্রুয়ারিতে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে ২৬ জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পায় তারা। তবে, আজ ভোররাতে অপহৃতদের ব্যাপারে মুক্তিপণ দাবির কোন সংবাদ নেই।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম জানান, তামাক খেতের শ্রমিকদের কারা অপহরণ করেছে নিশ্চিত হওয়া যায়নি। সশস্ত্র গ্রুপ অপহরণের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছে।