Home Third Lead সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠির হাতে ২০ রাবার শ্রমিক অপহৃত

সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠির হাতে ২০ রাবার শ্রমিক অপহৃত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বান্দরবান: লামার ফাসিয়াখালি ইউনিয়নের কুরাংঝিড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি ২০ রাবার শ্রমিককে অপহরণ করেছে। শনিবার গভীর রাতে বাগানের শেডে হানা দিয়ে এদেরকে অপহরণ করা হয়েছে। খবর পুলিশ ও স্থানীয়সূত্রের। গত এক মাসের মধ্যে অপহরণের এটা তৃতীয় ঘটনা।

অপহৃতদের উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছেন যৌথ বাহিনী। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের সংবাদ পাওয়া মাত্রই যৌথ বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় তাই কারা অপহরণ করেছে এই ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি এই অপহরণের সাথে জড়িত থাকতে পারে।

অপহৃত শ্রমিকরা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুবআলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুলখালেক (২০), আব্দুলমাজেদ (১৭), মনিরুলইসলাম (৩০), জিয়াউররহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দনুর (২৮), রমিজউদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনিরহোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসারআলী (২৫), মো. খাইরুলআমিন (৩০), আবুবক্কর (২৯), আবদুররাজ্জাক (৩৩) ওমো. মবিন (২৫)। তারা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

গত ১৪ জানুয়ারি লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে ৭ জন রাবার শ্রমিক এবং ২ ফেব্রুয়ারি ৭ জন কমলা বাগানের শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।