*জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে নয়
বিজনেসটুডে২৪ ডেস্ক
দেশে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ১৮ দফা জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এর মধ্যে রাত ১০টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার মতো নির্দেশনাও রয়েছে।
২০২০ সালে দেশে প্রথম দফায় করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য নানা পদক্ষেপ নেয় সরকার। ওই সময় দুইমাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে সাধারণ ছুটি ছিল। পরে ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করে মানুষের জীবন।
চলতি বছরে জানুয়ারির শেষের দিকে এসে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটিই কমে আসে। কিন্তু মার্চের প্রথম সপ্তাহের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে সংক্রমণ।
এ প্রেক্ষাপটে ১৮ দফা নির্দেশনা দিল সরকার। সোমবার (২৯মার্চ) এসব নির্দেশনা জারি করা হয়।