Home First Lead অফডক থেকে পণ্য খালাসে প্রচুর খরচ ও বিলম্ব

অফডক থেকে পণ্য খালাসে প্রচুর খরচ ও বিলম্ব

আইসিডিতে পর্যাপ্ত স্থান, ইকুইপমেন্ট ও শ্রমিক স্বল্পতার কারণে মালামাল খালাসে দীর্ঘসূত্রিতা, বন্দর থেকে দুই দিনে পণ্য খালাস করা যায়, আইসিডিতে খালাসে ক্ষেত্র বিশেষে ৭-৮ দিন লাগছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম অনুমোদিত ৩৭ পণ্য ছাড়া অন্যসব আমদানি পণ্য বন্দর থেকে খালাসের ব্যবস্থা নেয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর ) এর কাছে আহ্বান জানিয়েছেন।

সোমবার এ ব্যাপারে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বরাবরে পাঠানো এক পত্রে এই আহ্বান জানিয়ে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় গত ২৫ জুলাই থেকে প্রাইভেট আইসিডিসমূহ হতে ৩৭টি অনুমোদিত পণ্যের অতিরিক্ত সব ধরণের পণ্য খালাসের অনুমতি প্রদান করা হয়। এর ফলে বর্তমানে প্রত্যেকটি আইসিডিতে ধারণক্ষমতার কাছাকাছি কন্টেইনার অবস্থান করছে। কিন্তু, এসব প্রাইভেট আইসিডিতে পর্যাপ্ত স্থান, ইকুইপমেন্ট ও শ্রমিক স্বল্পতার কারণে মালামাল খালাসে দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে চট্টগ্রাম বন্দর থেকে যেখানে মাত্র দুই দিনে পণ্য খালাস করা যায় সেখানে আইসিডিতে পণ্য খালাসে ক্ষেত্র বিশেষে ৭-৮ দিন পর্যন্ত সময় লেগে যায়। তাছাড়া চট্টগ্রাম বন্দরের তুলনায় প্রাইভেট আইসিডির চার্জসমূহ তুলনামূলকভাবে অনেক বেশী। ফলে প্রাইভেট আইসিডি থেকে মালামাল খালাসের ক্ষেত্রে আমদানিকারকদের ব্যয় অনেকগুণ বৃদ্ধি পায়। কাজেই বাড়তি ব্যয় ও পণ্য খালাসে বিলম্বের কারণে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হন যা বর্তমান মহামারী পরিস্থিতিতে কোনমতেই কাম্য হতে পারে না।

দেশীয় শিল্প ও আমদানিকারকদের অস্তিত্ব রক্ষায় অনুমোদিত ৩৭টি পণ্যের অতিরিক্ত আমদানিকৃত পণ্য আইসিডি-তে প্রেরণ না করা এবং পূর্বের ন্যায় চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি খালাসের নির্দেশনা প্রদানের জন্য পত্রে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান’র প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চট্টগ্রাম বন্দর বর্তমানে অত্যন্ত দ্রুততার সাথে সেবা প্রদান করছে বলে চেম্বার সভাপতি পত্রে উল্লেখ করেন।