বিজনেসটুডে২৪ প্রতিনিধি
পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এম রোস্তম আলী অবরুদ্ধ। শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা অবরোধ করে রেখেছেন তাঁকে।
আজ ছিল রিজেন্ট বোর্ডসভা। সভায় শতাধিক নিয়োগ, আপগ্রেডেশন ও শিক্ষকদের এমফিল পিএইচডি অনুমোদন এর কথা ছিল। উপাচার্যের ভাতিজিসহ অর্ধ শতাধিক বিতর্কিত নিয়োগ নিয়ে সভায় হট্টগোল শুরু হলে সভা বাতিল করা হয়। তাতে ক্ষুব্ধ হয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিরা অবরোধ করেছেন উপাচার্যকে। জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ভিসিকে কার্যালয় ছাড়তে দেবেন না বলে বিক্ষুব্ধরা জানিয়েছেন।
রিজেন্ট বোর্ড সদস্য ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু বলেন, অনিয়ম করে ভিসি সাহেব তার নিকট আত্মীয়কে (ভাতিজি) নিজে নিয়োগ বোর্ডের সভাপতি থেকে নিয়োগ দেন। বিষয়টি আইনগতভাবে বৈধ নয়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। নিয়োগ প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে সভা বাতিল ঘোষণা করেন।